News:

 

বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়টি  মাদারীপুর জেলার শিবচর  থানার  ১৯৭২ ইং সনে স্থাপিত হয়।  বিদ্যালয়টির ই.আই.আই.এন নম্বর  ১১০৮৪৬ ।  বিভিন্ন কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানটি কয়েকবার মাদারীপুর জেলার  মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। এই প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো এবং পারিপার্শিক পরিবেশ এক অনন্য দৃষ্টান্ত। প্রতি বছর কৃতীত্বের সাথে সন্তুষ্টজনক ফলাফল উপহার দেয় জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার্থীরা। সাংস্কৃতিক কর্মকান্ডে শিবচর থানার মধ্যে এক উজ্জল নক্ষত্র বা‌জিতপুর হা‌জেরা খাতুন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক কৃতী ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চাসনে অধিষ্ঠিত আছে। বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় ভবনটি বড় এবং সাথে বড় শ্রেণীকক্ষ , প্রশস্ত সায়েন্স ল্যাবরেটরি। বিদ্যালয়টি লাইব্রেরি মিলনায়তনে এবং কম্পিউটার ল্যাব দিয়ে সজ্জিত করা হয়। অন্যান্য সুবিধার সঙ্গে বড় খেলার মাঠ আছে। আমি উত্তরোত্তর অত্র প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করি।

Bazitpur Hazera Khatun High School is an academic institute located at Bazitpur Shib Char Madaripur. Its institute code (EIIN) is 110846. It was established in 01 Jan, 1972. Its co-education type is Combined. The institute has following 3 disciplines: Humanities, Science, Business Studies. Average exam passing rate of the institute is: SC/Equivalent: 85.73%, SSC/Equivalent: 80.73 %, Its MPO number is 3504011301. It has Day shift. Its management is Managing.